হাসিব,ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ে বখাটেপনার প্রতিবাদ করায় ভাতিজার ছুরি আঘাতে গুরুতর আহত নিজ ফুুুুপু। আহত ফুপু এখন ঠাকুরগাঁও সদর হাসপাতালের বেডে কাতরাচ্ছে।
গতকাল ২০ জুুন বৃহস্পতিবার সকালে সদর উপজেলার সালন্দর ইউনিয়নের মাদ্রাসাপাড়ায় তার নিজ বাড়ি থেকে বের হওয়ার পর এ ঘটনা ঘটে।
জানাগেছে তিনি সালন্দর ইউনিয়নের মাদ্রাসা পাড়ার হামিদ আলীর মেয়ে।আহত ফুপু শহরের গ্রামীন চক্ষু হাসপাতালের সেবিকা (নার্স)।
এ ঘটনায় অভিযুক্ত ভাতিজা জীবন (১৬) কে তাৎক্ষণিক আটক করেছেন পুলিশ। আটককৃত জীবন একই এলাকার দেলোয়ার হোসেনরে ছেলে।
আহত ওই সেবিকার বাবা হামিদ আলী অভিযোগ করে বলেন, জীবন প্রতিদিন এলাকার বিভিন্ন বয়সের স্কুলগামী মেয়েদের উক্ত্যক্ত করতো। ভুক্তভোগী স্কুলগামী ছাত্রীরা আমার মেয়েকে এ বিষয়ে অভিযোগ করলে আমার মেয়ে জীবনকে বকাঝকা করে।
এরই জের ধরে জীবন আমার মেয়েকে ছুরি আঘাত করে। পরে স্থানীয়রা এগিয়ে ওই সেবিকাকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। এসময় জীবন কৌশলে পালিয়ে গেলেও পুলিশের অভিযানে ধরা পড়ে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঠাকুরগাঁও সদর থানার ওসি আশিকুর রহমান বলেন, ঘটনা শুনে তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্ত জীবনকে আটক করা হয়েছে।