এই শিবির নেতা’রা এখন কাঠমোল্লা বড় হুজুর হয়েছে প্রথম টার্গেট করেছে বঙ্গবন্ধু আদর্শ নষ্ট করা,অতীতে ১৫ আগস্ট খালেদাজিয়া’র মিথ্যা জন্মদিন দেখেছে জাতি আর এর পিছনে ছিলো জামাত-বিএনপি চক্র।জাতি’কে পথভ্রষ্ট করা ছিলো কৌশল।
জঙ্গি রাষ্ট্র পাকিস্তানের জন্য ভালোবাসা তৈরি করা,এই পাকিস্তান খুন করে ৩০ লক্ষ বাঙ্গালী ও ২ লক্ষ নারী ইজ্জত,আর এই শিবির পাকি প্রতি ভালোবাসা তৈরির কাজ করে যাচ্ছে।
জঙ্গি কায়দায় কর্মী আনা, প্রেট্রোল বোমা প্রশিক্ষণ, নতুন অস্ত্র নিয়ে বাহিনী করা,গোপনে প্রগতিশীল মানুষদের হত্যা’র কৌশল।
ঘাতক এই খুনি সংগঠন কখনও তাদের পরিচয় দেয় না গোপনে সবা’র-সাথে মিশে থাকে।
ইসলামের কথা বলে ব্যবসায় সাধারণ শিক্ষার্থীদের পথভ্রষ্ট করে জঙ্গি খাতায় নাম লেখায় তারা।
নারীদের প্রতি নির্যাতন, নারী অধিকার ছিনিয়ে নেওয়া সহ এমন আরও অনেক অপকর্মের সাথে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছে এই খুনি সংগঠন ইসলামি ছাত্রশিবির।
সংগৃহীত